বিনিয়োগ ঠিক হলে নবায়ণযোগ্য জ্বালানির প্রযুক্তি সামর্থ্যের মধ্যে থাকবে

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। যথাযথ বিনিয়োগ করা হলে নবায়ণযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রযুক্তি সহজলভ্য ও সামর্থ্যের মধ্যে থাকবে।
প্রতিমন্ত্রী সোমবার কাতারে অনুষ্ঠিত “১৬তম দোহা ফোরাম” এর সমাপণী দিনে জ্বালানি নিরাপত্তা নিয়ে দ্যা গ্লোবাল স্টেট: চ্যালেঞ্জ এন্ড অপারচ্যুনিটি’ শীর্ষক প্যানারি সেশনে এসব কথা বলেন।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সৌদি আরবের পোস্ট পেট্রোলিয়াম ফাণ্ড বা ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি (আইআরইএন) বা কাতার ইনভেষ্টমেন্ট গ্রুপের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে আরও বিনিয়োগ প্রয়োজন বলে তিনি জানান। তিনি বলেন, সৌরশক্তিই হবে আগামীদিনের জালানি। সূর্যের তীক্ষ্ণতা ও উপযুক্ত জমির জন্য  গালফ দেশসমূহ সৌর বিদ্যুতের জন্য উৎকৃষ্ট। ‘জ্বালানি হাব’ হিসাবে কাজ করে এ এলাকা অন্যান্য দেশে সৌর বিদ্যুৎ সরবরাহ করতে পারে।

nosrul hamid
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতোমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং ভূটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি অনেকটা এগিয়েছে। এভাবে সহযোগিতার পরিধি বাড়িয়েই নবায়ণযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যেতে পারে।
এ সময় অন্যদের মধ্যে ডমিনিকান রিপাবলিকের জ্বালানি ও খনিজ মন্ত্রী ড. আন্টুনিও ইসা কুন্দ, জর্জিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী ডেভিড জালাগানিয়া, ও কাতারের সাবেক জ্বালানি ও শিল্প মন্ত্রী আব্দুল্লাহ বিন হামাদ আল আট্টিয়াহ বক্তব্য রাখেন।
২১-২৩ মে ২০১৬ কাতারের দোহায় অনুষ্ঠিত “১৬তম দোহা ফোরাম” এ  আঞ্চলিক ও বৈশ্বিক সমৃদ্ধি এবং স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে , নিরাপত্তা ও প্রতি্রক্ষা, অর্থনীতি, জ্বালানি ও নাগরিক জীবন  নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নীতি- নির্ধারক, ব্যবসায়ী ও সমাজ কর্মীরা  বক্তব্য ও মতামত দেন।