বিপপা’র নতুন সভাপতি ফয়সাল খান
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপপা) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান।
এক বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফয়সাল খান বলেন, বিপপা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয়। সেজন্য বিপপার নেতৃত্ব দেওয়া বিশেষ সম্মানের। আমাদের সদস্যরা বিদ্যুৎখাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এবং জাতীয় গ্রিডে ৫০ ভাগেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করছেন। তিনি বলেন, ইউরোপে যুদ্ধের কারণে সৃষ্ট বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে, সকল অংশীদারদের সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই কঠিন সময়ে, বিপপা জোর দেবে জ্বালানি সক্ষমতা এবং দেশের প্রতিটি ঘরে ও শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা।
নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন; মো. আব্দুর রাজ্জাক রুহানী, খালিদ ইসলাম, প্রকৌশলি মো. মোজাম্মেল হোসেন। অন্য নির্বাচিত সদস্যরা হলেন, মঞ্জুর কাদির শাফি, প্রকৌশলি এসএম নূর উদ্দিন, সালমান ওবায়দুল করিম, গোলাম রব্বানী চৌধুরী, মো. রুবায়েত তানভীর এবং মাবরুর হোসেন।
নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন আগের সভাপতি কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম।