বিপপার সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন (বিপপা)-এর তৃতীয় বার্ষিক সাধারণ সভায় হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুৎখাতে বেসরকারি নীতির কারণে
বিপ্পার প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ খান সরকারকে ধন্যবাত জানান।তিনি বলেন, যথাযথ নীতিমালা করার জন্য স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশের ৪৭ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে।
সাধারন সভায় বিপপার বার্ষিক প্রতিবেদন এবং আগামী অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
৫০ স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ২০১৫ সালে বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন (বিপ্পা) গঠিত হয়।
৩য় বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন সামিট গ্রুপের ভাইস–চেয়ারম্যান ও বিপ্পার প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ খান, ভাইস-প্রেসিডেন্ট (ফাইনান্স) ইমরান করিম, ভাইস-প্রেসিডেন্ট গোলাম রাব্বানী চৌধুরী, ভাইস-প্রেসিডেন্ট লে. জে. (অব.) ইঞ্জি. আবদুল ওয়াদুদ, সেক্রেটারী জেনারেল আবদুল হালিমসহ অন্য পরিচালক ও সদস্যরা।