বিপপা টেকসই বিদ্যুৎ উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ: লতিফ খান
বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশনের (বিপপার) বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ খান বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে দেশের বেসরকারি উদ্যোক্তরা অগ্রণী ভূমিকা পালন করছে। বিপপা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য টেকসই বিদ্যুৎ উৎপাদন ও নিরবচ্ছিন্ন সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।
বিপপা’র ৪র্থ বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। ঢাকার গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে ২০শে নভেম্বর এই সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ৩৬টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি গত দুই বছর এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পর পর দুই মেয়াদে অর্থাৎ চারবছর তিনি বিপপা’র প্রেসিডেন্ট ছিলেন।
লতিফ খান বলেন, সংগঠন উদ্যোক্তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করেছে।
সাধারণ সভায় জানানো হয়, বাংলাদেশের সকল বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে বাধ্যতামূলক বিপপা’র সদস্যপদ নেয়া, বিপপা সদস্যদের আয় কর প্রত্যাহার এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমদানি করা যন্ত্রপাতি ও বিদ্যুৎ সংশ্লিষ্ট উপকরণ আমদানিতে আগাম কর থেকে অব্যহতি দেয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এগুলো এই সংগঠনের গত চার বছরের অর্জন।
বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস এসোসিয়েশন (বিপপা) মোট ৫৩টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে জুন, ২০১৪ সালে গঠিত হয়।