বিপিসিকে পেট্রোল ডিজেল দেবে সিভিও
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) বছরে ২৫ হাজার টন পেট্রোল ও ডিজেল সরবরাহ করবে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। সিলেট গ্যাস ক্ষেত্রর কনডেনসেট থেকে এই জ্বালানি তৈরী করে সরবরাহ করবে সিভিও।
সোমবার রাজধানীর যমুনা ভবনে বিপিসি ও সিভিও এর মধ্যে চুক্তি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিভিওর প্রধান উপদে®দ্বা সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল এমপি, বিপিসি চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিপিসির পক্ষে সংস্কার সচিব দীপক চক্রবর্তী এবং সিভিওর পক্ষে কোম্পানির চেয়ারম্যান শামসুল আলম শামীম চুক্তিতে সই করেন। সিভিও’র ডিএমডি নাজিমউদ্দিন মাহমুদ হোসেন, প্রধান বিশেষজ্ঞ প্রকৌশলী এএফএম ইসহাক, উপদেষ্টা আহমেদুল হক হাসানসহ বিপিসি ও সিভিওর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মঈনউদ্দিন খান বাদল বলেন, সরকার বিদেশ থেকে কনডেনসেট (জ্বালানি কাঁচামাল) আমদানির অনুমোদন দিতে যাচ্ছে। এটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে প্রচুর অর্থ সাশ্রয় হবে। গভীর সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে কনডেনসেট আমদানি বহুগুণ বাড়বে। তিনি বলেন, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এটি কাটিয়ে উঠে জাতীয় চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করার জন্য গবেষনার ওপর জোর দিতে হবে।
ইউনুসুর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য বেসরকারি খাতের উন্নয়ন দরকার। সরকারের কাজ ব্যবসায় করা নয়। দেশের প্রয়োজনেই পেট্রোলিয়াম খাত সরকারের নিয়šúণে রয়েছে। তবে এ খাতে বেসরকারি আরও উদ্যোগ প্রয়োজন। দেশের বিদ্যমান পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানিগুলোকে ছোট আকারে কাজ না করে বড় আকারে কাজ করার আহবান জানান তিনি।