বিবিয়ানার গ্যাস কূপে বালি কেন? খতিয়ে দেখতে সংসদীয় কমিটির নির্দেশ
নিজস্ব বার্তা পরিবেশক:
বিবিয়ানা ক্ষেত্রের গ্যাস কূপে হঠাৎ করে বালি আসার কারণ কী, তা খতিয়ে দেখতে বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (৭ই এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৫তম বৈঠক এ নির্দেশনা দেয়া হয়। বৈঠকে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ি, কূপে বালি আসায় বিবিয়ানার ছয়টি কূপের গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। এতে রাজধানীসহ সারাদেশের গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং মো. নুরুজ্জামান বিশ্বাস বৈঠকে অংশ নেন।
ভোলায় আবিস্কৃত প্রাকৃতিক গ্যাসের মজুদ, উত্তোলন ও ব্যবহারের বিষয়ে পরিকল্পনা এবং গ্যাসের নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে পুরাতন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন সম্পর্কে বৈঠকে আলোচনা হয়। পুরাতন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুপারিশ করা হয়।