বিবিয়ানা গ্যাসক্ষেত্র: বন্ধ হওয়ার কারণ খুজঁছে শেভরণ ৬টির মধ্যে ৫টি চালু

নিজস্ব বার্তা পরিবেশক:

বিবিয়ানা ক্ষেত্রের বন্ধ হয়ে যাওয়া ছয়টির মধ্যে পাঁচটি কূপ উৎপাদনে এসেছে। একটি কূপ এখনও বন্ধ আছে।
বন্ধ থাকা কূপটিও উৎপাদনে আনার চেষ্টা চলছে।
শেভরণ কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩রা এপ্রিল একটি কূপের কারিগরি সমস্যার কারণে ছয়টি কূপ বন্ধ করতে হয়। ঐ কূপে কী সমস্যা ছিল তা অনুসন্ধান করা হচ্ছে।
পেট্রোবাংলা জানায়, কূপে বালি আসায় বিবিয়ানার ছয়টি কূপের গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। এতে রাজধানীসহ সারাদেশের গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়।