নিজস্ব অর্থে প্রথম বড় বিদ্যুৎ কেন্দ্র
অবশেষে নিজস্ব অর্থায়নে বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। হবিগঞ্জের বিবিয়ানায় হবে ৩৮৩ দশমিক ৫১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র। নিজস্ব অর্থে হচ্ছে বলে বিদ্যুৎ উৎপাদন খরচও কম হবে। এটিই প্রথম বড় বিদ্যুৎ কেন্দ্র যার সম্পূর্ণ অর্থ দেশীয়। বিদ্যুতের দাম বাড়িয়ে সেখানের অর্থ দিয়ে যে তহবিল গঠন করা হয়েছে তা দিয়ে করা হবে কেন্দ্রটি।
যৌথভাবে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরীর ঠিকাদার হয়েছে স্পেনের আইসোলাক্স ইনজিনিরিয়া এস.এ এবং দক্ষিণ কোরিয়ার স্যামসং সি এন্ড টি করপোরেশন। সোমবার পিডিবি ঐ কোম্পানির সাথে এবিষয়ে চুক্তি করেছে।
গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়বে এক টাকা ১৩ পয়সা। দুই বছরের মধ্যে এখান থেকে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আর পুরো উৎপাদন শুরু হবে ৩০ মাসের মধ্যে। কেন্দ্র স্থাপনে খরচ ধরা হয়েছে ৩২২ মিলিয়ন ডলার বা ৩২ কোটি ২০ লাৃখ ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, পাঁচ বছর আগেও যেটা ভাবতে পারতাম না, এখন সেটা বাস্তবায়ন করছি। শুধু স্বপ্ন দেখছি না বাস্টøবায়নও করছি। তিনি বলেন, এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এআর খান, পিডিবি চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ বক্তব্য রাখেন।
পিডিবির পক্ষে সচিব জহুরুল হক এবং আইসোলাক্সের জিএম জোসে লুইস দাগো ইলরঝা ও স্যামসং এর পক্ষে জিএম সাং কি না চুক্তিতে স্বাক্ষর করেন।