বিল আদায়ে বিকাশের সাথে ওজোপাডিকোর চুক্তি
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজিপাডিকো) বিল আদায় করতে বিকাশের সাথে চুক্তি করেছে।
সম্প্রতি ওজিপাডিকোর খুলনার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আব্দুল মোতালেব এবং বিকাশের হেড অব অলটারনেটিভ চ্যানেল মাশরুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
শিগগিরই ওজিপাডিকোর সাথে কারিগরি দিক সংক্রান্ত সমন্বয় শেষ হওয়ার পর বিকাশের মধ্যমে ওজিপাডিকোর গ্রাহকরা যে কোন স্থান থেকে বিল পরিশোধ করতে পারবেন। বিকাশের মাধ্যমে বিল পরিশোধের ফলে গ্রাহকদের সময় ও খরচ বাঁচবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোম্পানি ওজিপাডিকো ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ২১ জেলা এবং ২০ উপজেলায় বিদ্যুৎ বিতরণ করে। বর্তমানে প্রতিষ্ঠানের প্রায় ১১ লাখ পোস্টপেইড এবং ৭০ হাজার প্রিপেইড গ্রাহক আছে।
চুক্তি সই অনুষ্ঠানে ওজিপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন, নির্বাহী পরিচালক (ফিন্যান্স) আর কে দেবনাথ এবং বিকাশের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মুর্শিদুজ্জামান উপস্থিত ছিলেন।