বিল বকেয়া থাকায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।
সোমবার দুপুর ২টার দিকে ডিপিডিসির কর্মকর্তারা এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানা জানিয়েছেন।
ডিপিডিসি সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দুই লাখ ১৭ হাজার টাকা বিল বকেয়া রয়েছে। বারবার তাগাদা দিলে বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
তবে বিকাল পৌনে চারটার দিকে জাপার পক্ষ থেকে জানানো হয়, এখন বিষয়টি সুরাহা হয়েছে। যারা বিচ্ছিন্ন করেছিল তারাই আবার সংযোগ স্থাপন করছে।