বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে ‘ঈশ্বর কণা’: হকিং

বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে ঈশ্বর কণা! বিশ্ববিখ্যাত মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং বহুল আলোচিত হিগস-বোসন কণা সম্পর্কে এমনটাই সতর্কবার্তা শোনালেন। বর্ষীয়ান এই কসমোলজিস্ট জানিয়েছেন অতি উচ্চ শক্তি স্তরে চূড়ান্ত অস্থির অবস্থায় থাকে হিগস-বোসন কণা, যা ‘সর্বনাশা শূন্যস্থান ক্ষয়’ -এর পথ প্রশস্থ করবে। যে ক্ষয়ের ফলে স্থান এবং সময়ের পতন ঘটবে। কোনও রকম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতির মুখে হঠাত্ উপস্থিত হবে মহাবিশ্ব। স্টারমাস নামক একটি বইয়ের ভূমিকায় হকিং এসব কথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণার অস্থিরতাকে উপেক্ষা করা উচিত নয়। এই কণা ক্ষেত্রবিশেষে ১০০ বিলিয়ন গিগাইলেক্ট্রোভোল্টের বেশি তৈরী করার ক্ষমতা আছে বলে তিনি লিখেছেন।

উল্লেখ্য, ২০১২ সালে বিজ্ঞানীরা এই ‘ঈশ্বর কণা’র অস্তিত্ব খুঁজে পান। তখন বিষয়টি নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। এই কণা সম্পর্কে পুরোপুরি জানা গেলে এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদঘাটন করা সম্ভব হবে। হকিং বলেছেন, কেবল হিগস-বোসন কনা নয়, বিজ্ঞানীরা যে কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে দৌঁড়াচ্ছেন সেটিও একই পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাজ্যের সানডে টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে এই প্রখ্যাত বিজ্ঞানী এমন আশঙ্কা প্রকাশ করেছেন।