বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম
চলতি বছরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আজ সবচেয়ে কম। ২০১৪ সালের পর এক মাসে জ্বালানি তেলের দাম সবচেয়ে কমে গেছে। নভেম্বর মাসে তেলের দাম এখন পর্যন্ত ১৭ শতাংশ কমেছে। আজ শুক্রবার সকালে তেলের দাম কমে ব্যারল প্রতি ৬১ ডলার ৮৯ সেন্টে নেমেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরেই কমেছে জ্বালানি তেলের দাম। অক্টোবরের শুরুতে জ্বালানি তেলের দাম রেকর্ড ছুঁয়েছিল। যদিও তার কয়েক সপ্তাহ পর থেকেই ক্রমশ: দাম কমেছে।
এদিকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য ৬ই ডিসেম্বর বৈঠকে বসতে যাচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।