বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে— এমন খবরকে ঘিরে  শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১২ শতাংশেরও বেশি বেড়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ওপেকের সদস্য দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে।

অন্যদিকে ভেনেজেুয়েলার তেলমন্ত্রী জানিয়েছেন, তেল উৎপাদনকারী দেশগুলো এ সংক্রান্ত চুক্তি সমর্থনের পথেই রয়েছেন।

যদিও ব্যবসায়ীরা বলছেন গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে পড়ে গিয়েছিল তার পর তেলের বাজার সামান্য ঘুরে যাওয়ার ফলে অনেক বিনিয়োগকারীর হয়তো দর কষাকষির ক্ষমতা বাড়বে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেল বিক্রি হয় ২৯ ডলার ৪৪ সেন্টে, যা আগের দিনের দরের চেয়ে ৩ ডলার ২৩ সেন্ট বা ১২ দশমিক ৩ শতাংশ বেশি।

এছাড়া ইউরোপের বাজারে এদিন ব্যারেলপ্রতি জ্বালানি তেল আগের দিনের চেয়ে ৩ ডলার ৩০ সেন্ট বা ১১ শতাংশ বেড়ে বিক্রি হয় ৩৩ ডলার ৩৬ সেন্টে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। ওইদিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যারেলপ্রতি জ্বালানি তেল বিক্রি হয় ২৬ ডলার ৩২ সেন্টে। পরে তা একটু বাড়লেও দাম ২৭ ডলারের নিচেই থাকে।

বিশ্লেষকরা বলছেন, এখন যুক্তরাষ্ট্র তাদের তেলের উৎপাদন কমালে এই পণ্যটি দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারে উঠে যেতে পারে।