বুয়েটে শতবর্ষী গাছ কাটার প্রতিবাদ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শতবছরের পুরানো একটি গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো।
গতকাল বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের রাস্তার পাশে জগন্নাথ অক্টোবর হলের বিপরীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পরিবেশ বাঁচাও আন্দোলন ও জলাধার রক্ষা আন্দোলনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এ প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাপা’র যুগ্মসম্পাদক মিহির বিশ্বাস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, জলাধার রক্ষা আন্দোলনের সদস্য সচিব মশিউর রহমান রুবেল, পবা’র সম্পাদক কে এম সেরাজুল ইসলাম, ডব্লিউবিবি ট্রাষ্ট্রের সৈয়দ সাইফুল আলম শোভন প্রমুখ।
বক্তারা বলেন, কোন কারণ ছাড়াই শতবছরের গাছ কাটা পরিবেশ, ঐতিহ্য এবং স্বাভাবিক মানষিকতার পরিপন্থী।বুয়েট বাংলাদেশের একটি খ্যাতিমান ও মেধাবীদের প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবিরোধী কাজ অত্যন্ত দুঃখজনক।তাই অবিলম্বে গাছ কাটা বন্ধ করাসহ সকল পরিবেশ বিরোধী কর্মকান্ড বন্ধ করার জন্য বুয়েট কৃর্তপক্ষের কাছে জোর দাবি জানান তারা।