বৃষ্টির মধ্যেও বিদ্যুতে লোডশেডিং
বৃষ্টির কারণে আবহাওয়া ঠাণ্ডা থাকার পরও রাজধানীসহ সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট চলছে। দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি সব থেকে খারাপ।
আগস্টের শুরু থেকেই উত্তরাঞ্চলে বিদ্যুতের সমস্যা হচ্ছে। এখনও এই সেপ্টেম্বরেও সমস্যা চলছে। এখন গরম কিছুটা কম। তবু লোডশেডিং চলছে।
ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এলাকাভেদে লোডশেডিংয়ের মাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বৃষ্টির মধ্যেই বিদ্যুতের এমন বেহাল দশায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এরই মধ্যে দেশের কয়েক জেলার বিদ্যুৎ বিতরণ অফিসে হামলার ঘটনাও ঘটেছে।
বিদ্যুৎ সংশিষ্ট কর্মকর্তারা বলছেন, পিডিবির হিসেবে লোডশেডিং না থাকলেও বাস্তবে বিদ্যুতের উৎপাদন চাহিদার তুলনায় কম। তাই লোডশেডিং বেড়ে গেছে।
পিডিবির হিসাবে, বর্তমানে সন্ধ্যায় সর্বোচ্চ চাহিদা আট হাজার মেগাওয়াট। সরবরাহ করা হয়েছে একই পরিমাণে।
জ্বালানি ঘাটতির কারণে এক হাজার ২২৮ এবং মেরামতের কারণে প্রায় ৬০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। এদিকে অভিযোগ উঠেছে, বিদ্যুৎ ঘাটতি থাকার পরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চালানো হচ্ছে না।
বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো জানাচ্ছে, বিতরণ লাইনের সমস্যার কারণে কোথাও কোথাও বিদ্যুতের সমস্যা হচ্ছে। এটা লোডশেডিং নয়।