বড়পুকুরিয়ার কয়লা তুলতে বিশেষ আইনে অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের জন্য চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের সাথে চুক্তি করার অনুমোতি (২২শে সেপ্টেম্বর) দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।
ছয়বছরের জন্য এই কাজে ১ হাজার ৪৯ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮২ টাকা খরচ হবে।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রæত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আওতায় এই কাজ দেয়া হলো। বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির (বিসিএমসিএল) সাথে চতুর্থ মেয়াদে এই চুক্তি হবে।
প্রতি টন কয়লা তুলতে চীনকে দিতে হবে ৯০ ডলার। যা আগে ছিল ৮১ ডলার।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাশেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রæত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের আওতায় বড়পুকুরিয়া কয়লা খনিতে নতুন রোডওয়ে নির্মাণ এবং কয়লা উত্তোলনের জন্য ঠিকাদার নিয়োগ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। চতুর্থ মেয়াদে আরও ছয়বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খান এনার্জি বাংলা’কে বলেন, ক্রয় কমিটিতে অনুমোদন হয়েছে। এখন সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে চুক্তি করা হবে।