বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধে সিএমসিকে চিঠি
দিনাজপুরের বড়পুকুরিয়ায় উত্তোলন করা কয়লা বিক্রি না হওয়ায় দুই মাস কয়লা উত্তোলন বন্ধ রাখার জন্য ঠিকাদার কোম্পানি সিএমসিকে চিঠি দিয়েছে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি।গত ৩ এপ্রিল বৃহস্পতিবার এ চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে কয়লা বিক্রির মৌসুমে কয়লা বিক্রি করতে না পেরে লোকসান দিচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি।
টন প্রতি ২ হাজার ৫০০ টাকা কম দামে কয়লা বিক্রির ঘোষণা দিয়েও গ্রাহক পাচ্ছে না খনি কর্তৃপক্ষ।
বর্তমানে কয়লা ইয়ার্ডে কয়লা ধারণক্ষমতা ২ লাখ মেট্রিক টন।বর্তমানে ইয়ার্ডে মজুদ কয়লার পরিমাণ ৫ লাখ মেট্রিক টন।এতে কয়লা ইয়ার্ডটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।