বড়পুকুরিয়া কয়লাখনির সমস্যা সমাধানে তদন্ত কমিটি গঠন
দেশের একমাত্র কয়লাখনি পার্বতীপুরের বড়পুকুরিয়াতে আজ বৃহষ্পতিবার ১২তম দিনেও চলছে বাংলাদেশি শ্রমিকদের কর্মবিরতি। চাকুরী স্থায়ীকরণসহ ১৩ দফা দাবীতে ১৩ই মে আন্দোলন শুরু করে তারা।
এদিকে খনি কর্তৃপক্ষ ও শ্রমিকদের বিরোধ নিরসনে অবশেষে জ্বালানি বিভাগ তিন সদস্যের কমিটি গঠন করেছে।
২৬শে মে কমিটির সদস্যরা বড়পুকুরিয়া এসে উভয় পক্ষের সাথে আলোচনা করবে। পরে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মোস্তফা কামালকে আহবায়ক ও জ্বালানি বিভাগের উপসচিব মুহাম্মদ মনিরুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে। সদস্য রাখা হয়েছে হাইড্রো কার্বন ইউনিটের পরিচালক এ এস এম মঞ্জুরুল কাদের।
কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মদ বলেন, কমিটি নিরপে¶ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করলে সমস্যার সমাধান হবে আশা করি।
এদিকে দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেনা বলে আবারও ঘোষনা দিয়েছেন কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।