বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র আজ থেকে উৎপাদনে যাবে
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সাময়িক উৎপাদনে যাচ্ছে। আজ সোমবার সন্ধ্যায় উৎপাদন শুরু করবে বলে জানা গেছে। পাঁচদিন চালিয়ে আবার বন্ধ রাখা হবে।
আগে থেকে মজুদ কয়লা দিয়ে এই পাঁচ দিন চলবে।
আজ সোমবার সকালে ২নং ইউনিটে আগুন দেয়া হবে। ইউনিটের বয়লার গরম হতে প্রায় সারাদিন লাগবে। তবে সন্ধ্যার মধ্যেই সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের।
কয়লার অভাবে দীর্ঘ এক মাস বন্ধ দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।
কর্তৃপক্ষ জানিয়েছেম, ঈদের ছুটির সময় বিদ্যুতের চাপ কমাতে সাময়িকভাবে উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে।
পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ প্রয়োজনীয় কয়লা সরবরাহ করতে না পারায় কেন্দ্রের ২নং ইউনিট চলতি বছরের ২৯শে জুন বন্ধ করা হয়। ওই সময় ২ নং ইউনিট থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একই কারণে গত ২২শে জুলাই রাত ১০টা ২০ মিনিটে তৃতীয় ইউনিটও বন্ধ করে দেয়া হয়। বন্ধের দিন পর্যন্ত তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল ১৪৫ মেগাওয়াট বিদ্যুৎ। তবে মেরামতের জন্য ২০১৭ সালের ৭ই অক্টোবর থেকে বন্ধ আছে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিট।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ অঞ্চলের বাসাবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ভোলটেজ কমে গেছে। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের।