বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক দ্বন্দ্ব

শ্রমিকদের দ্বন্দ্বে উৎপাদন কাজে বিঘ্ন ঘটছে বড়পুকুরিয়া কয়লা খনির। বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান কমিটি ও নতুন আহবায়ক কমিটির মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্য বিষয়। আর এই দ্বন্দ্বের জন্য দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে শ্রমিক ইউনিয়ন।
ইউনিয়নের এক পক্ষে বর্তমান সভাপতি ওয়াজেদ আলী এবং অপর পক্ষে সাবেক সভাপতি রবিউল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন।
দুই পক্ষই একে অপরকে দোষারোপ করে প্রতিদিন বিক্ষোভ সমাবেশ করছে। শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে আতঙ্কের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছে কর্মকর্তা ও কর্মচারীরা। দুই পক্ষের তৎপরতায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
কয়েকজন শ্রমিক জানান, এখানে দুই পক্ষের স্বার্থ ছাড়া সাধারণ শ্রমিকদের কোন স্বার্থ নেই। সাবেক সভাপতি রবিউল ইসলাম বলেন, বর্তমান সভাপতি ওয়াজেদ আলী শ্রমিকদের অর্থ আত্মসাত্ করায় ৮০ ভাগ শ্রমিকের উপস্থিতিতে সভা ডেকে কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং ওয়াজেদ আলীসহ ১৮ জনকে বহিষ্কার করা হয়েছে।
শ্রমিকদের অর্থ আত্মসাতের কথা অস্বীকার করে বর্তমান সভাপতি ওয়াজেদ আলী বলেন, নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর থেকেই রবিউল ইসলাম তার অনুসারীদের নিয়ে নির্বাচিত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। সাধারণ শ্রমিক নয়, রবিউল ইসলামের কিছু সুবিধাভোগী লোক শ্রমিকদের মধ্যে বিভক্তি সৃষ্টিসহ সংঘাত করার অপচেষ্টা করে যাচ্ছেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।