বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু
বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটায় কেন্দ্রের দুই নম্বর ইউনিট চালু করা হয়। এখান থেকে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এভাবে আগামী পাঁচদিন কেন্দ্রের আংশিক চালু রাখা হবে।
কয়লার অভাবে দীর্ঘ এক মাস বন্ধ দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।
কর্তৃপক্ষ জানিয়েছেম, ঈদের ছুটির সময় বিদ্যুতের চাপ কমাতে সাময়িকভাবে উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় এ অঞ্চলের বাসাবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ভোলটেজ কমে গেছে। এতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের।
বড়পুকুরিয়া কেন্দ্রে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট ।
এদিকে আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে খনি থেকে পুরোপুরি কয়লা তোলা হবে বলে জানা গেছে। তখন বিদ্যুৎকেন্দ্রের অন্য ইউনিটগুলোও চালু করা হবে।