বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। শুক্রবার এখানের এক ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ঠরা জানান, কয়লার মজুদ বাড়লে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট চালু করা হবে।
কেন্দ্রের তিনটে ইউনিট চালু রাখতে দৈনিক পাঁচ হাজার ২০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন। কয়লার অভাবে ২২ জুলাই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়। সে সময় দিনে ৬০০ থেকে ৭০০ টন কয়লা সরবরাহ করা হতো।
এ বিদ্যুৎ কেন্দ্রে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটো আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটা ইউনিট আছে।
চালু হওয়া ইউনিটে প্রতিদিন দু্ই হাজার ৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। এখন খনি থেকে দেয়া হচ্ছে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ মেট্রিক টন সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তোলা শুরু হয়েছে ৭ই সেপ্টেম্বর রাতে।