বড়পুকুরিয়া খনি থেকে কয়লা তোলা শুরু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। প্রথমে পরীক্ষামূলক উৎপাদন হয়েছে। পরে পুরোপুরি। প্রতিদিন গড়ে দুই হাজার মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে।
বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩ মাস বন্ধ থাকার পর গত ৮ই সেপ্টেম্বর রাতে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে পরীক্ষামূল কয়লা উত্তোলন শুরু হয়। দুই দিন পরীক্ষামূলক তোলা হয়। পরে স্বাভাবিক ধারায় কয়লা তোলা হচ্ছে। ১৫দিন কয়লা তোলার পর আবার তিন দিন বন্ধ রাখা হবে।
খনির ১৩১৪ নম্বর গুহার মুখ আরো সম্প্রসারণ করে আবার সেখান থেকে প্রতিদিন দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টন পর্যন্ত কয়লা তোলা হবে।
খনির ভূগর্ভের ৪৬০ মিটার গভীরে অবস্থিত ১৩১৪ নং খনি মুখ থেকে কয়লা তোলা হচ্ছে। এখানে ভূ গর্ভস্থ চাপ, বাতাসের আদ্রতা ও তাপমাত্রা অন্যান্য খনি মুখের তুলনায় অনেক বেশী । এজন্য খনি মুখটি বেশ ঝূঁকিপূণ। সে জন্য অনেক সর্তকতার সাথে কয়লা তুলতে হচ্ছে।