বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন আবার শুরু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে আবার কয়লা উত্তোলন শুরু হয়েছে। রবিবার দুপুরে কয়লা খনির ১২১৪ নম্বর কোল ফেজ হতে পরীক্ষমূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়।
গত ৩১ মে খনির ১২০৫ নম্বর কয়লা স্তরের কয়লার মজুদ শেষ হয়ে যায়। ১ জুন থেকে কয়লা উত্তোলন বন্ধ করে ১২০৫ নম্বর ফেজে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১২১৪ নম্বর ফেজে স্থাপন করা হয়। দীর্ঘ ৫৩ দিন বন্ধ থাকার পর নতুন করে রোববার কয়লা তোলা শুরু হলো।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির একজন কর্মকর্তা বলেন, বর্তমানে ১২১৪ নম্বর ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে খনি থেকে পূর্ণমাত্রায় (প্রতিদিন গড়ে ৪ সাড়ে থেকে ৫ হাজার মে.টন) কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে ১২১৪ নম্বর কোল ফেজে মজুদ কয়লার পরিমাণ প্রায় ৬ লাখ মেট্রিক টন।