বড়পুকুরিয়ায় সেপ্টেম্বরের মাঝামাঝিতে কয়লা উঠবে
বড়পুকুরিয়া খনি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝিতে কয়লা উত্তোলন শুরু হবে। নতুন সুড়ঙ্গে কয়লা তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ জানায়, আগের সুড়ঙ্গ থেকে যন্ত্র সরিয়ে নেয়া হয়েছে। নতুন সুড়ঙ্গে কাজ শুরু হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বর কয়লা তোলা সম্ভব হবে।
খনির ১২১০ নম্বর সুড়ঙ্গ থেকে এতদিন কয়লা তোলা হচ্ছিল। এখন সেটা বন্ধ করে সকল যন্ত্র সরিয়ে নেয়া হয়েছে। নতুৃন করে ১৩১৪ নম্বর সড়ঙ্গ থেকে কয়লা তোলা হবে। দৈনিক প্রায় পাঁচ হাজার টন কয়লা তোলা হবে।
প্রতিবছর নিদিষ্ট পরিমান কয়লা তোলার পর সুড়ঙ্গ পরিবর্তন করা হয়।