বড় বিদ্যুৎ কেন্দ্র চালু হলে রেন্টাল থাকবে না: প্রধানমন্ত্রী

চাহিদার কারণে এখন থাকলেও বড় বিদ্যুৎ কেন্দ্র চালু হলে ভাড়াভিত্তিক (রেন্টাল)বিদ্যুৎ কেন্দ্র আর থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিপুল ভর্তুকি নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে বুধবার সংসদে বক্তব্যে এই বিষয়ে সরকারের অবস্থান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন,“যখন বড় বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাবে, তখন রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন হবে না। চাহিদা যতক্ষণ থাকবে ততক্ষণ রাখতে হবে।”
আওয়ামী লীগের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নে প্রধানমন্ত্রী ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলেন। তবে এনিয়ে সমালোচনা হওয়ায় উষ্মাও প্রকাশ করেন তিনি।
“রেন্টাল, কুইক রেন্টাল নিয়ে এত কথা। বললে, আমি আজকেই বন্ধ করে দেব।”
২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পর বিদ্যুত সঙ্কট দ্রুত কাটিয়ে উঠতে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে সরকার মনোযোগী হয় বলে জানান হাসিনা।“কুইক রেন্টাল কাজে লাগছে। লোডশেডিং কমে গেছে। অনেকে সুখ পেলে দুঃখের দিন ভুলে যায়।”
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক ১৩টি বিদ্যুত কেন্দ্রের অনুমতি দেয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর অনুমতি পায় আরো ২০টি কেন্দ্র।