ভবিষ্যত প্রজন্মের জন্যই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প : বিজ্ঞান মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান বলেছেন, দেশের মানুষের জীবন বদলানোর জন্য বিদ্যুৎ প্রয়োজন। দেশের দ্রুত উন্নয়ন ও ভবিষ্যত প্রজন্মের জন্য আমরা যাতে কিছু রেখে যেতে পারি সেই চিন্তারই ফসল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
শনিবার ঈশ্বরদীর রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কারিগরি কমিটির সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি একথা বলেন।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান এর সঞ্চালনায় সভায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদসহ ২২টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউকিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ঠ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা থাকলেও স্বাধীনতা অর্জনের রজতজয়ন্তী ২০২১ সালের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাশিয়ানদের অনুরোধ করা হয়েছিল। রাশিয়ান কর্তৃপ আশ্বস্থ করেছে ওই সময়ের মধ্যেই কা শেষ হবে।
মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, ১৮ বছর মেয়াদকালে রাশিয়ানদের ঋণের টাকা পরিশোধ করতে কোন সমস্যা হবে না।