ভর্তুকিহীন সিলিন্ডার গ্যাসের দাম কমল ভারতে

করোনা সংক্রমণ এড়াতে ২১ দিনের লকডাউনের জেরে ঘরবন্দি ভারতের মানুষ। করোনা সংকটে মাথায় দুঃশ্চিন্তার ভাঁজ ফেলা মধ্যবিত্তের মুখে একটু হলেও এবার হাসি ফোটালো গ্যাসের দাম কমানোর ঘোষণা। বুধবার অর্থাৎ ১লা এপ্রিল থেকেই ভারতের বিভিন্ন মেট্রো শহরগুলোতে ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৬১ টাকা ৫০ পয়সা থেকে ৬৫ টাকা পর্যন্ত। ৪ মহানগরীর মধ্যে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সবথেকে বেশি কমেছে কলকাতায়। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী,মার্চে কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৩৯.৫০ টাকা। এপ্রিলের শুরুতেই তা আরও ৬৫ টাকা কমে দাঁড়িয়েছে ৭৭৪.৫০ টাকা। ওদিকে দিল্লি ও মুম্বইয়ে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম কমেছে যথাক্রমে ৬১ ও ৬২ টাকা। ফলে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম থাকছে ৭৪৪ টাকা। মুম্বইয়ে সিলিন্ডার পিছু রান্নার গ্যাস কিনতে খরচ হচ্ছে ৭১৪.৫০ টাকা। চেন্নাইয়ে রান্নার গ্যাসের দাম ৬৪.৫০ টাকা কমে হয়েছে ৭৬১.৫০ টাকা।

মেট্রো শহরগুলোতে এলপিজি গ্যাসের নতুন দাম 

ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে

                  শহর                      ১লা এপ্রিল থেকেই যে              আগে যে  দাম ছিল

     দাম প্রযোজ্য                 

কলকাতা                      ৭৭৪.৫০                                 ৮৩৯.৫০

দিল্লি                              ৪৪.০০                                    ৮০৫

মুম্বই                             ৭১৪.৫০                                  ৭৭৬.৫০

চেন্নাই                           ৭৬১.৫০                                  ৮২৬

(Source: iocl.com)

বর্তমানে, সরকার প্রতি বছর একটি পরিবার পিছু ১৪.২ কিলোগ্রাম ওজনের ১২ টি সিলিন্ডারে ভর্তুকি দেয়, প্রাথমিকভাবে গ্রাহককে বাজার মূল্যেই কিনতে হয় গ্যাস। কেন্দ্রীয় সরকার প্রতি বছর ১২ টি সিলিন্ডারের কোটায় দেওয়া ভর্তুকির পরিমাণ মাসে-মাসে পরিবর্তিত হয়। গড় আন্তর্জাতিক বেঞ্চমার্ক এলপিজির দাম এবং বৈদেশিক বিনিময় হারের পরিবর্তনের মতো বিষয়গুলির উপরেই এই ভর্তুকির পরিমাণ নির্ধারণ করা হয়।