ভর্তুকি নয় বড় বিদ্যুৎকেন্দ্রে বরাদ্দ দাবি
রন্টোলরে কারণে বদ্যিুৎখাতে র্ভতুকি বোঝা বাড়ছ।ে রন্টোলরে চুক্তি বাদ দয়িে বড় ও সাশ্রয়ী বদ্যিুৎকন্দ্রে স্থাপন করার পাশাপাশি নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য জ্বালানী সম্পদরে র্সবােত্তম মশ্রিণ ঘটয়িে একটি জ্বালানী নীতি প্রণয়নরে দাবি জানয়িছেে করে তলে-গ্যাস খনজিসম্পদ ও বদ্যিুৎ-বন্দর রক্ষা জাতীয় কমটি।ি
গতকাল বশ্বিসাহত্যি কন্দ্রেরে ফল্মি অডটিোরয়িামে ‘সুুন্দরবন, খনজি সম্পদ ও বদ্যিুৎ খাত : সরকাররে তৎপরতা ও বাজটে ২০১৪’ র্শীষক এক সংবাদ সম্মলেনে এ দাবি জানয়িছেে তারা। সংবাদ সম্মলেনে লখিতি বক্তব্য পাঠ করনে জাতীয় কমটিরি সদস্য সচবি অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়া অন্যদরে মধ্যে উপস্থতি ছলিনে প্রকৌশলী ম. ইনামুল হক, অধ্যাপক তানজমি আহমদ খান, প্রকৌশলী কল্লোল মোস্তফা, অধ্যাপক মোশাহদিা সুলতানা, রুহনি হোসনে প্রন্সি, রাজকেুজ্জামান রতন, রাগবি আহসান মুন্না প্রমুখ।
সংবাদ সম্মলেনে বলা হয়, বদ্যিুৎ নয়িে সরকাররে ভূল নীতরি কারইে বদ্যিুৎ ও জ্বালানরি দাম বাড়ছ।ে একই সঙ্গে বাড়ছে র্ভতুকরি বোঝাও। র্ভতুকরি বড় কারণ রন্টোল। তাই রন্টোল পাওয়াররে চুক্তি বাতলি করে সরকারি বদ্যিুৎকন্দ্রে চালু, মরোমত ও নবায়ন করতে হব।ে পাশাপাশি মধ্য ও র্দীঘ ময়োদে বড় ও সাশ্রয়ী বদ্যিুৎকন্দ্রে স্থাপন ও নবায়নযোগ্য জ্বালানভিত্তিকি বদ্যিুৎ উৎপাদনকে অগ্রাধকিার দয়িে কাজ করতে হব।ে
সম্মলেনে বলা হয়, সুন্দরবন ধ্বংসরে সব ব্যবস্থা নশ্চিতি করে ভারতীয় কোম্পানরি অধীনে রামপাল বদ্যিুৎকন্দ্রে স্থাপনরে কাজ চলছ।ে সব নয়িমনীত,ি পরবিশে আইন অগ্রাহ্য করে সুন্দরবনরে আরো কাছে কয়লা ভত্তিকি আরকেটি বদ্যিুৎকন্দ্রে প্রতষ্ঠিার জন্য বাংলাদশেরে ওরয়িন কোম্পানকিে অনুমতি দয়িছে।ে বশিষেজ্ঞদরে মতামত না নয়ি,ে নজিস্ব সক্ষমতা না বাড়য়ি,ে রাশয়িার কাছ থকেে উচ্চ সুদে ঋণ নয়িে রূপপুর পারমাণবকি বদ্যিুৎকন্দ্রে স্থাপনে চুক্তি করছেে সরকার। পরবিশেগত সমীক্ষা না করে মহশেখালী এলাকায় একরে পর এক চুক্তি করছে সরকার। এসব তৎপরতা বদ্যিুৎ উৎপাদনে নয় দশেরে সম্পদ ধ্বংস করে লুটপাটরে অব্যাহত রাখা হয়ছে।ে সংবাদ সম্মলেন’ে সুন্দরবন ধ্বংসী রামপাল ও ওরয়িন এর কয়লাভত্তিকি বদ্যিুৎ প্রকল্প বাতলি ও বদ্যিুৎ গ্যাস সমস্যা সমাধানে জাতীয় কমটিরি ৭ দফা বাস্তবায়নরে দাবি জানানো হয়।
এসব দাবীতে আগামী ২ জুন ফুলবাড়ীতে প্রতবিাদ সভা, সুন্দরবন রক্ষায় ৩ জুন ও ৪ জুন যথাক্রমে খুলনা ও বাগরেহাটে অবস্থান র্কমসূচ,ি ১৪ জুন মাগুরছড়া দবিস পালন, সুন্দরবন রক্ষায় ২১ জুন খুলনায় বভিাগীয় কনভনেশন করা হব।ে এছাড়া জুলাই,আগষ্ট ও সপ্টেম্বের মাসে দশেব্যাপী নানা র্কমসুচি পালন করবে জাতীয় কমটি।ি