ভারতের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ নিহত ৩০

ভারতের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ ও তুষারপাতে গত দুই দিনে ৩০ জন মানুষ মারা গেছে। দেশটির দুর্যোগ হ্রাস ও ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে।
বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, হিমাচল প্রদেশেও ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে। পাহাড়ি এলাকা থেকে বয়ে আসা হিমশীতল বায়ুপ্রবাহের কারণে উত্তর প্রদেশের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে। লক্ষ্ণৌয়ে তাপমাত্রা ধারণ করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি উত্তর প্রদেশের অন্য সব এলাকার মধ্যে সর্বনিম্ন।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সামনের দিনগুলোতে ওই এলাকার রাতের তাপমাত্রা আরও কমে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।