ভারতে আবার ইউরেনিয়াম রফতানি করবে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া আবার ভারতে ইউরেনিয়াম রফতানি শুরু করতে পারে। এ ব্যাপারে দেশ দুটির মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। খবর এবিসি।
২০১২ সালে অস্ট্রেলিয়ার তত্কালীন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সরকার ভারতে ইউরেনিয়াম বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ততোদিনেও ভারত নিউক্লিয়ার বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করায় অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্ত সমালোচিত হয়। আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম রফতানি চালু করার পর দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকে।
সর্বশেষ খবর অনুযায়ী, ভারতের সরকারি কর্মকর্তারা অস্ট্রেলিয়াকে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করবে না। এর পরই অস্ট্রেলিয়া ইউরেনিয়াম রফতানিতে রাজি হয়। উল্লেখ্য, বিশ্বের মোট ইউরেনিয়াম মজুদের প্রায় এক-তৃতীয়াংশের মালিক অস্ট্রেলিয়া।
সূত্র অনুসারে, আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে চুক্তি করার জন্য অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট আগামী মাসে ভারত সফরে যেতে পারেন।
১৯৭৪ সালে ভারত সর্বপ্রথম নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা করে। বর্তমানে দেশটির কাছে এ ধরনের প্রায় ১০০টি অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। তবে বিদ্যুত্ উত্পাদনেও দেশটি ইউরেনিয়াম ব্যবহার করছে। ভারতে ২০টি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন রয়েছে, যা দেশটির মোট বিদ্যুত্ চাহিদার ৪ শতাংশ পূরণ করে।