ভারতে গ্যাসের দাম কমেছে

সস্তা হল ভারতে রান্নার গ্যাসের দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে দাম কমার জন্য ভর্তুকিহীন এলপিজির দাম কমবে ১০০ টাকা ৫০ পয়সা করে। ফলে ভর্তুকিহীন এলপিজির দাম ৭৩৭ টাকা ৫০ পয়সা থেকে কমে হবে ৬৩৭ টাকা। আজ, সোমবার থেকে দেশ জুড়ে রান্নার গ্যাসের এই নতুন দাম কার্যকর হবে।

সারা দেশের সঙ্গে ভর্তুকিহীন এলপিজির দাম কমেছে কলকাতাতেও। সিলিন্ডার প্রতি ১০১ টাকা কমে ভর্তুকিহীন এলপিজির দাম হয়েছে ৬৬২ টাকা ৫০ পয়সা। যদিও জিএসটি বাদ দিয়ে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ২ টাকা বেড়েছে। জিএসটি যোগ করে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৭ টাকা ৮৭ পয়সা।

ইন্ডিয়ান অয়েলের প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমা ও ডলারের নিরীখে টাকার বিনিময় হারের পরিবর্তনের জেরেই এই দাম কমেছে। নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর এই প্রথম কমল এলপিজি সিলিন্ডারের দাম।