ভারতে পেট্রোল ডিজেলের দাম কমলো

ভারতে পেট্রোল ডিজেলের দাম কমানো হয়েছে। পেট্রোলে লিটার প্রতি দুই রূপি ৪২ পয়সা এবং ডিজেলে দুই রূপি ২৫ পয়সা করে কমানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
পেট্রোল আগে ছিল লিটার প্রতি ৫৮ রূপি ৯১ পয়সা। এখন করা হয়েছে ৫৬ রূপি ৪৯ পয়সা। ডিজেল আগে ছিল ৪৮ রূপি ২৬ পয়সা এখন করা হয়েছে ৪৬ রূপি ০১ পয়সা।
এরআগে আগষ্ট মাসে পেট্রোল এবং অক্টোবর মাসে ডিজেলের দাম কমানো হয়েছিল। ২০১০ সালের সেপ্টেম্বরের পরে ভারতে এটাই পেট্রোলের দাম সবচেয়ে কম। আর ডিজেলের দাম ২০১৩ সালের মার্চের পরে এটাই সবচেয়ে কম।
দি ইকোনোমিক টাইমস।