ভারতে রেকর্ড করতে পারে জ্বালানি পণ্যের চাহিদা
মে মাসে ভারতে জ্বালানি বিক্রি গত বছরের একই সময় এবং চলতি বছরের এপ্রিলের তুলনায় বেড়েছে। এর অর্থ হলো বিশ্বের তৃতীয় শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশটিতে জ্বালানি চাহিদা বাড়ছে। আগামী মাসগুলোয় চাহিদার হার প্রত্যাশাকেও ছাড়িয়ে রেকর্ড করতে পারে। এদিকে ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করছে ভারত। খবর অয়েলপ্রাইস ডটকম/ বণিক বার্তা।
ভারত জ্বালানি পণ্য বিক্রির পরিমাণকে চাহিদার নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়। মে মাসে বিক্রির পরিমাণ ২০২২ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। দেশটির সরকারসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ভারতে জ্বালানি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল। মে মাসে পণ্যটির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে। গ্যাসোলিন বিক্রির পরিমাণ বেড়েছে ১১ শতাংশ। দুটোর বিক্রি রেকর্ড স্পর্শ করেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক এমিলি অ্যাসফোর্ড ও পল হর্সনেল বলেন, ‘মে মাসে ভারতে জ্বালানি পণ্য বিক্রি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আগামী মাসগুলোয় বিক্রির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।’
চীনসহ বিভিন্ন দেশের অর্থনীতির গতি শ্লথ হচ্ছে। বিশেষ করে চীনে কভিড-১৯-সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠে গেলেও অর্থনীতিতে গতি ফেরেনি। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের অর্থনীতিতে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। এ প্রবৃদ্ধি দেশটিতে জ্বালানি পণ্যের চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করেছে।
চলতি বছরের শুরুর দিক থেকেই ভারতে জ্বালানি পণ্যের চাহিদা বাড়তে শুরু করে। ফেব্রুয়ারিতে চাহিদা বেড়ে ২৪ বছরের সর্বোচ্চে উন্নীত হয়। মার্চে চাহিদার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়ে যায়। এরপর থেকে বিশ্বের তৃতীয় শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশটিতে অব্যাহত জ্বালানি তেলের ব্যবহার বাড়ছে। ফেব্রুয়ারিতে পরিশোধন কেন্দ্রগুলো অপরিশোধিত জ্বালানি তেল থেকে পরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ ২ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে।
এপ্রিলে দেশটিতে জ্বালানির ব্যবহার মার্চের তুলনায় ১০ শতাংশ কমে গিয়েছিল। কিন্তু ওই মাসে ডিজেল বিক্রি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়।
এদিকে রেকর্ড পরিমাণ চাহিদা বাড়ায় ভারত রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে। রুশ জ্বালানি তেলের ব্যাপক মূল্যছাড় থাকায় মূল্যসংবেদনশীল ক্রেতা দেশটি সুবিধা পাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোয় রাশিয়া থেকে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ব্যাপক বেড়েছে। মে মাসেই ভারত আমদানি করেছে দৈনিক ১৯ লাখ ৬০ হাজার ব্যারেল।