ভারতে ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানি তেলের দাম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই ভারতে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ভারতে ১২ দিনে ১০ বার বেড়েছে জ্বালানি তেলের দাম।
২রা এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে লিটার প্রতি পেট্রলের দাম বাড়ে ৮৪ পয়সা। একই সঙ্গে ডিজেলের দাম বাড়ে ৮০ পয়সা। এর ফলে রাজ্যটিতে ১২ দিনে পেট্রলের দাম মোট ৭ টাকা ২০ পয়সা বাড়ল।
পশ্চিমবঙ্গে ১লা এপ্রিল পর্যন্ত লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ১১১ টাকা ৩৫ পয়সা এবং ৯৬ টাকা ২২ পয়সা। শনিবার তা বেড়ে হয় ১১২ টাকা ১৯ পয়সা এবং ৯৭ টাকা ২ পয়সা। তবে দেশটির রাজধানী দিল্লিতে পেট্রলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ৬১ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা।