ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে ব্যবহারে যন্ত্রপাতি বাংলাদেশে পেীঁছেছে

ভারত থেকে বিদ্যুৎ আমদানি কাজে ব্যবহারের জন্য কিছু যন্ত্রপাতি বাংলাদেশে পেীঁছেছে ।
রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ সব যন্ত্রপাতি ট্রাকযোগে কুমিল্লায় পেীঁছেছে বলে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান ।
তিনি বলেন, প্রায় ৩০ লাখ টাকার এসব যন্ত্রপাতির আমদানির শুল্ক হিসেবে প্রায় ১২ লাখ টাকা বাংলাদেশ পেযেছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনে বাংলাদেশের সড়ক ও জলপথ ব্যবহার করেছে ভারত।
আব্বাস উদ্দিন ভূঁইয়া আরো জানান, বিদ্যুৎ আমদানির জন্য কিছু যন্ত্রপাতি ভারত থেকে বাংলাদেশে এসেছে। গত বৃহস্পতিবার এসব যন্ত্রপাতি এলেও শুল্ক নির্ধারণ সংক্রান্ত জটিলতায় আটকে ছিল। প্রায় ১২ লাখ টাকা শুল্ক দিয়ে এসব পণ্য আজ কুমিল্লায় পেীঁছেছে ।