ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে করারোপের অব্যাহতি চেয়েছে বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই অব্যাহতির বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান করা হয়।

ভারতের নীতিমালা অনুযায়ি দেশটির ভূখন্ড থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ১৫ ভাগ কর দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। এর আগে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের ক্ষেত্রে এই কর  দেয়ার বাধ্যবাধকতা ছিল না। তবে নতুন করে আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে কর দিতে হবে।
ভারতের বিদ্যুৎ সচিব অজয় কুমার ভাল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি ল ওয়ার্কিং গ্রুপ এবং স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছেন। বুধবার প্রতিনিধি দলের এক অংশ ঢাকায় ওয়ার্কিং গ্রুপের বৈঠক করে। অন্য অংশ রামপালে ভারত বাংলাশে ফ্রেন্ডশীপ কোম্পানির বোর্ড মিটিং এ অংশ নেয়।

ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, আমরা ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কর অব্যাহতির বিষয়টি তুলেছিলাম। তারা বলেছে বৃহস্পতিবারের স্টিয়ারিং কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে। এছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎখাতের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

ওয়ার্কিং কমিটির বৈঠক সূত্র জানায়, এবারের বৈঠকে ভারত এবং প্রতিবেশী অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশ নিকট ভবিষ্যতে ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছে। ভারত ছাড়াও নেপাল ও ভুটানের থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এতে জানানো হয় এরইমধ্যে ভারতীয় ঠিকাদার কোম্পানি কাজ শুরু করেছে। বিদ্যুৎ কেন্দ্রটির পায়ালিং এর কাজ শুরু করেছে। এছাড়াও বৈঠকে ভারতীয় কোম্পানি আদানী এবং রিলায়েন্স এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়।