ভারতের বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
দেশে ব্যবহারের জন্য ভারত থেকে বিদ্যুৎ উৎপাদন করে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে এরই মধ্যে ভারত সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। দেশটির পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে প্রতিবেশী দেশটির একটি সংবাদমাধ্যম। তৌফিক ইলাহী এ সপ্তাহে ভারত সফর করছেন।
খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক সম্পর্ক জোরদার করতে, যৌথভাবে একটি তাপ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের এই প্রস্তাব বাংলাদেশ থেকে উপস্থাপন করা হয়েছে।ঢাকা বলছে, ভারত এই বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি কয়লা ব্লক বরাদ্দ দেবে, আর এতে যে বিদ্যুৎ উৎপাদিত হবে তা বাংলাদেশে নিয়ে আসা হবে।
রামপালে বর্তমানে যে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে তারই ধারাবাহিকতায় ভারতের অভ্যন্তরে এমন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী বাংলাদেশ। ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।
“ভারত সরকার যদি আমাদের একটি কয়লা ব্লক দেয়, তাহলে আমরা ভারতের অভ্যন্তরেই যৌথভাবে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারি, ঠিক রামপালে যেমনটি করা হচ্ছে,” ভারতীয় সংবাদমাধ্যমটিকে বলেন তৌফিক-ই ইলাহী চৌধুরী।এ সপ্তাহে ভারতের কয়লামন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠকে এই প্রস্তাবটি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জ্বালানি উপদেষ্টা।তৌফিক-ই ইলাহী বলেন, ভারত এই প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।