ভাড়াভিত্তিক চার বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো হয়েছে
ভাড়াভিত্তিক চারটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এই কেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ বৃদ্ধির চারটি আলাদা প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে বর্ধিত মেয়াদের ট্যারিফও অনুমোদন করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে ‘এনার্জি প্রিমা লিমিটেড’ পরিচালিত ‘বগুড়া ২০ মেগাওয়াট গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্র’, কুমারগাঁও ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্র’ ও ‘শাহজীবাজার ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রে’র চুক্তির মেয়াদ তিন বছর এবং ‘ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড’ পরিচালিত ‘ভোলা ৩৪ দশমিক ৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক ভাড়া বিদ্যুৎ কেন্দ্রে’র চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।
প্রতি কিলোওয়াট ঘণ্টা হিসাবে এগুলোর বর্ধিত মেয়াদের ট্যারিফ হচ্ছে যথাক্রমে ২ টাকা ৭১ পয়সা, ২ টাকা ৮৯ পয়সা, ২ টাকা ৯৮ পয়সা ও ৩ টাকা ৪৮ পয়সা।
অন্যান্যের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় সেতু ও সড়ক নির্মাণের চারটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।