তারের ত্রুটির কারণে রাজধানীতে লোডশেডিং

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন উলন-ধানমন্ডি ১৩২ কেভি (ওয়েল ফিল্ড) ভূগর্ভস্থ বিদ্যুতের তারের ত্রুটির কারণে রাজধানীর রমনা, গুলিস্তান, নবাবপুর, কাওরান বাজার, মনিপুরিপাড়া, ই্ন্দিরারোড, কাকরাইল, ধানমন্ডি (আংশিক), এলিফেন্ট রোড, নিলক্ষেত (আংশিক) এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
ডিপিডিসি কর্তৃপক্ষ জানায়, লোডশেডিং-এর মাধ্যমে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। জরুরিভাবে এই তারের ত্রুটি মেরামত করার কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য ডিপিডিসি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।