ভেঙে যাওয়া বিদ্যুতের টাওয়ার মেরামত নিজস্ব প্রকৌশলী দিয়েই
বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার আগেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আশুগঞ্জ- সিরাজগঞ্জ সঞ্চালন লাইন এখনও মেরামত হয়নি। এজন্য এই লাইন বন্ধ আছে। বিকল্প ব্যবস্থায় ঐ বিদ্যুৎ বহন করা হচ্ছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, ভেঙে যাওয়া টাওয়ার মেরামতের জন্য কর্মপরিকল্পনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন করে এই টাওয়ার করা হবে। নিজস্ব প্রকৌশলীরাই এই টাওয়ার করবে। পিজিসিবি’র নকশা বিভাগকে এরই মধ্যে এই টাওয়ারের নকশা করার নির্দেশ দেয়া হয়েছে। নকশা করে নতুন করে টাওয়ার করার জন্য প্রায় তিনমাস সময় লাগতে পারে। এরচেয়ে কম সময়েও হয়ে যেতে পারে বলে জানা গেছে।
বুধবার বিকালে পিজিসিবি বৈঠক করে টাওয়ার করার কর্মপরিকল্পনা করেছে বলে জানা গেছে।
পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনি এনার্জি বাংলাকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দুপুরেই সাত হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ভেঙে যাওয়া টাওয়ার বিষয়ে তিনি বলেন, টাওয়ার মেরামতের পরিকল্পনা করা হয়েছে। যত দ্রুত সম্ভব ঠিক করা হবে। যখন এই টাওয়ার করা হয় তখন বাংলাদেশের পক্ষে এটা করা সম্ভব ছিল না। এখন করা সম্ভব। তাই নিজ¯^ প্রকৌশলী দিয়েই এই টাওয়ার করা হবে। নদী পারাপারের সঞ্চালন লাইন বলে এটা জটিল। না হলে সময়ও কম লাগতো বলে তিনি জানান।
২০০৭ সালে এই টাওয়ার স্থাপন করা হয়েছে। মেঘনা নদীর উপর দিয়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। নদীর ভৌরব পাশের এই টাওয়ার টর্নেডোতে সোমবার ভেঙে যায়।