ভোলায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে এআইআইবি’র ৬ কোটি ডলার ঋণ
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) দেশের বৃহত্তম দ্বীপ-জেলা ভোলাতে ২২0 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ছয় কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।
এআইবি কর্মকর্তাদের মতে, চীনা (বেইজিং) ভিত্তিক অবকাঠামো বিনিয়োগ ব্যাংক গত সপ্তাহে ঋণ অনুমোদন করেছে। মোট প্রকল্প খরচ $ 271 মিলিয়ন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন কোম্পানি লিমিটেড প্রকল্প ব্যয় বাকি থাকবে।
এআইবি’র মহাপরিচালক ডং কি লি বলেন, বাংলাদেশে কম খরচে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রগুলোর মধ্যে এটি একটি।
এআইআইবির সূত্রে জানা যায়, ভোলার আইপিপি নির্মাণ গত বছরের শেষে শুরু হয়েছিল। বিদ্যুৎকেন্দ্রটি ২০১৯ সালের ডিসেম্বর থেকে চালু হওয়ার কথা আছে।