ভোলায় আরও ৬০০ বিসিএফ গ্যাস, জমে যাওয়ায় ব্যবহার করা যাচ্ছে না: প্রধানমন্ত্রী
ভোলায় নতুন কূপে ৬০০ বিসিএফ গ্যাস পাওয়া গেছে। ভোলার ভেদুরিয়ায় সম্প্রতি
নতুন গ্যাসক্ষেত্রের এক কূপে এই গ্যাস থাকার বিষয় নিশ্চিত করেছে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানিয়েছেন।
এটা দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে এক দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকতে পারে বলে জানানো হয়েছে।
গত ৯ই ডিসেম্বর ভোলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাটে ভোলা উত্তর-১ নামে গ্যাসক্ষেত্রের খননকাজ শুরু করে বাপেক্স।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস জমে যাচ্ছে বলে ব্যবহার করা যাচ্ছে না। এজন্য সমস্যা দেখা দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ভোলার এই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার করাটা সুবিধার। পাইপে আনা অনেক খরচের বিষয়। তবুও পুরো মজুদ নিশ্চিত হয়ে এবিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। যে মজুদ আছে তাতে কতদিন চলবে তা ঠিক করে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বৈঠকে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।