ভোলায় গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন
ভোলার গ্যাসক্ষেত্রে নতুন আরও একটা গ্যাসকূপ খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামে কূপের খননের কাজ শুরু হয়েছে। শাহাবাজপুর পশ্চিম-১ এ ওই কূপের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় আরো ১০টি গ্যাস কূপ খনন করা হবে। ২০১৮ সালের মধ্যে দেশে আর কোন গ্যাস সংকট থাকবে না।
এসময় জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনছুর মাহামুদুল্লা ফয়েজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।