মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডে পাথর উত্তোলনের সময় খনির ভেতর দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মধ্যাপাড়া খনি সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় খনির ভেতর দুর্ঘটনা ঘটে। এসময় খনি শ্রমিক মামুন (২৯) গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে ওই শ্রমিক খনিতে কাজ করে আসছে। এসময় আরও দুই শ্রমিক আহত হন।
নিহত মামুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাখানপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
সুত্রে জানা যায়, অসাবধানতায় প্রতিনিয়তই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। কর্তৃপ¶ খনি শ্রমিকদের সতর্কভাবে কাজ করালে এ দূর্ঘটনা হতে অনেক শ্রমিক র¶া পাবে বলে মনে করছেন শ্রমিকরা।
মধ্যাপাড়া পাথর খনিতে প্রায় ৩৫০জন শ্রমিক তিন পর্বে কাজ করে আসছে। তাদের কারওই কোন বীমা নেই বলে জানা গেছে। ফলে শ্রমিকের মৃত্যুর পর তার পরিবার অর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে।