মন্ত্রির সাথে সমঝোতায় নেতারা: পিডিবি ভেঙে কোম্পানি হচ্ছেই
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে সমঝোতা চুক্তি করেছে পিডিবি ইউনিয়ন নেতারা। আর এই চুক্তির মাধ্যমে আন্দোলন থেকে সরে গেল তারা।
এখন থেকে রাজশাহি এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নতুন কোম্পানির অধিনে হবে। নতুন কোম্পানি তাদের কাজ শুরু করবে।
বৃহষ্পতিবার পিডিবি ইউনিয়ন নেতাদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সমঝোতা চুক্তি করেছেন। জাতীয় সংসদ ভবনে সন্ধ্যায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে চুক্তি হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী চুক্তিতে সই করেছেন বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ি, পিডিবিকে হোল্ডিং কোম্পানি করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। অর্থাৎ পিডিবি’র অধীনে অন্য সকল কোম্পানি থাকবে। তবে চুক্তি কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে তা উল্লেখ করা হয়নি।
এদিকে এই চুক্তি ভবিষ্যতে বিদ্যুৎ বিভাগ মানতে আইনগত বাধ্য থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, এটি বিদ্যুৎ বিভাগের কোন সিদ্ধান্ত নয়। প্রতিমন্ত্রীর সাথে ইউনিয়ন নেতাদের প্রতিশ্রুতির চুক্তি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভেঙে আলাদা কোম্পানি করা নিয়ে অনেক দিন আন্দোলন চলছে। বিতরণ ব্যবস্থায় আর কোম্পানি করার প্রয়োজন নেই বলে দাবি করে আসছিল পিডিবি’র সংগ্রাম পরিষদ। কিন্তু সরকার বলছে, গ্রাহকদের উন্নত সেবা ও পিডিবি’র লোকসান কমাতে কোম্পানি জরুরী। আর এ নিয়েই আন্দোলন।
সমস্যার সমাধান করতে এর আগে বিদ্যুৎ বিভাগে আলোচনায় বসেছিল প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ইউনিয়নের নেতারা। উভয়ে তাদের অবস্থানে অনঢ় থেকে শেষ করেছিল সে আলোচনা।
গণছুটি, অবস্থা্ন ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। সরকার বলছে, কোম্পানি হবেই। ইউনিয়ন নেতাদের দাবি ছিল, না। এরআগেেএবিষয়ে প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী কোম্পানি করার পক্ষে মত দিয়েছিলেন। তারপর থেকেই – কোম্পানিও হবে আবার আন্দোলনও থেমে যাবে। এমনই পথ বের করার চেষ্টা করছিলেন সংশ্লিষ্ঠরা।
রাজশাহী এলাকার বিতরণ ব্যবস্থা পরিচালনার জন্য কোম্পানি গঠন করা হয়েছে। এই কোম্পানিকে দায়িত্ব দেয়া নিয়েই আন্দোলন চলছে। এরপরে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও সিলেট এলাকার বিদ্যুৎ বিতরণের জন্য আলাদা কোম্পানি করা হবে।
নতুন কোম্পানির ব্যবস্থানা পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু আন্দোলনের কারণে তিনি অফিস করতে পারছেন না। এখন পর্যায়ক্রমে পিডিবির কর্মকর্তা কর্তচারিদের কোম্পানিতে নিয়োগ দেয়া হবে।
এরআগে পিডিবি ভেঙে ডিপিডিসি, ওজোপাডিকো, পিজিসিবিসহ বেশ কিছু কোম্পানি করা হয়েছে। এসব কোম্পানি নিজস্ব কোম্পানি আইনেই চলে। কিন্তু পিডিবি নেতারা চাইছে বিদ্যুৎ সংশ্লিষ্ঠ সকল কোম্পানির মালিক পিডিবি থাকবে।