মহেশখালিতে আরও কয়লা বিদ্যুৎ: সেপকোর সাথে সমঝোতা

কক্সবাজারের মহেশখালীতে আরও একটা এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
চীনের সেপকো’র সাথে যৌথ কোম্পানি গঠন করে এই বিদ্যুৎ কেন্দ্র করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সেপকো ইলেকট্রিক পাওয়ার কনসট্রাকশন কর্পোরেশন এবিষয়ে আজ সোমবার সমঝোতা চুক্তি করেছে। বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত চুক্তি সইয়ের সময় পিডিবি’র সদস্য মিনহাজ উদ্দিন আহমেদ, ওমেগা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গির, জেনিক পাওয়ারের চেয়ারম্যান বদরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিতে পিডিবির সচিব মো. জহুরুল হক এবং সেপকোর প্রেসিডেন্ট লিউ চওমিং সই করেন।
মিনহাজ উদ্দিন বলেন, খুব তাড়াতাড়ি এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে যৌথ চুক্তি হবে। তারপর কোম্পানি গঠন করা হবে।
ভারতের সাথে যেমন, বাংলাদেশ ইন্ডিয়া্ ফ্রেন্ডশিপ পা্ওয়ার কোম্পানি গঠন করা হয়েছে, তেমনই কোম্পানি গঠন করা হবে। সেই কোম্পানি এই বিদ্যুৎ কেন্দ্র করবে। চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এ·পোর্ট করপোরেশনের (সিএমসি) সাথে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো) যৌথভাবে কোম্পানি গঠন করেছে।পায়রাতে এই কোম্পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করছে। এছাড়া ২০১২ সালে মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সাথে সমঝোতা করা হয়। মালেশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি তেনেগা ন্যাশনাল বারহেড এবং পাওয়ারটেক এনার্জি বারহেড যৌথভাবে পিডিবি’র সাথে সমঝোতা চুক্তি করেছিল।

পরিকল্পনা অনুযায়ি ২০৩০ সালের মধ্যে ২১ হাজার ৭৮৫ মেগাওয়াটের ২৪টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার কথা।