মহেশখালীর দুই বিদ্যুৎকেন্দ্রের জন্য পরামর্শক নিয়োগ
কক্সবাজারের মহেশখালীতে দু’টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রস্তাবের অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেয় হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ভারতের স্টিয়াগ অ্যানার্জি সার্ভিসেস কোম্পানিকে ২০ কোটি ৫০ লাখ ছয় হাজার টাকায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভারতের এই কোম্পানির সঙ্গে জার্মানির স্টিয়াগ অ্যানার্জি সার্ভিসেস ও বাংলাদেশের বিসিএল রয়েছে। যুগ্ম-সচিব জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় দু’টি প্যাকেজে ৬৬ কোটি ২৯ লাখ ৪২ হাজার টাকার দু’টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রন্ত মন্ত্রিসভা কমিটি। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় স্পেনের ইপটিসা সার্ভিসিওসে’র সঙ্গে বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান কেএস কনসালট্যান্স লিমিটেড ও বিসিএল অ্যাকসেস লিমিটেড। এছাড়া, ক্লিন এয়ার ও সানটেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পে সংশোধিত একটি প্রস্তাব বৈঠকে অনুমোদন করা হয়েছে।