মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের পরামর্শক নিয়োগ

মাতারবাড়ি এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মানের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সঙ্গে জাপান, জার্মানী এবং অস্ট্রেয়ার র চার কোম্পানির সঙ্গে এবিষয়ে চুক্তি হয়।
চুক্তি করা চারটি কোম্পানি হচ্ছে, জাপানের টোকিও ইলেক্ট্রিক পাওয়ার সার্ভিসেস কোম্পানি, নিপ্টপ্পন কোয়ে কোম্পানি, জার্মানির ফিশনার জিএমবিএইচ এন্ড কো এবং অস্ট্রেলিয়ার এসএনইসি ইন্টারন্যাশনাল পিপিওয়াই লিমিটেড।
বিদ্যুৎ কেন্দ্রটি ২০২২ সালে উৎপাদনের লক্ষ নির্ধারিত থাকলেও ২০১৮ এর মধ্যে অন্তত একটি ইউনিট উৎপাদনে আনার অনুরোধ করা হয়েছে। কক্সবাজারের মহেশখালিতে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে অর্থায়ন নিশ্চিত করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-আপারেশন এজেন্সি (জাইকা)।
চুক্তি অনুযায়ি কোম্পানিগুলো মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে ১০৮ মাস বা নয় বছর পরামর্শক হিসেবে কাজ করবে। বিদ্যুৎ কেন্দ্রটির দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত করা, পর্যবেক্ষন, পরিবেশগত বিভিন্ন দিক পর্যালোচনা করবে কোম্পানিগুলো। এজন্য নয় বছরে তাদের ৬০০ কোটি টাকা দিতে হবে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরও এটির পরিবেশ এবং রক্ষনাবেক্ষনে পরামর্শ দেবে তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,  অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিদ্যুৎ প্রয়োজন। জাইকা এই সমৃদ্ধিতে আমাদের বড় বন্ধু। দেশের উন্নয়নে ধারাবাহিকভাবে তারা অবদান রেখে চলেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষে কোম্পানি সচিব মিজানুর রহমান এবং চার কোম্পানির পক্ষে প্রকল্প প্রধান হিরোতো ইতাগাকি চুক্তিতে স্বাক্ষর করেন।