মাতারবাড়ীতে কয়লা নিয়ে ভিড়ল সবচেয়ে বড় জাহাজ
মাতারবাড়ী বন্দরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল। ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে ‘অউসো মারো’ নামের পানামার পতাকাবাহী এই বড় জাহাজ বিদ্যুৎকেন্দ্রর জন্য কয়লা নিয়ে এসেছে। এটি ২২৯ মিটার দীর্ঘ।
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রথম কয়লা নিয়ে আসা জাহাজ এটি। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জাহাজটি মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভেড়ে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাহাজটি বহির্নোঙরে আসে। সূত্র জানায়, ২২৯ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের কোনো জাহাজ এর আগে দেশে ভেড়েনি।
সমুদ্র থেকে ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ ও ৩৫০ মিটার চওড়া কৃত্রিম চ্যানেলের মধ্য দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়। এরই মধ্যে এ জেটিতে ১১২টি জাহাজ ভিড়লেও সেগুলোতে ছিল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উপকরণ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ২২৯ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের গভীরতা) পানামার পতাকাবাহী এমভি ‘অউসো মারো’ মাতারবাড়ীতে ভিড়েছে। এটি বন্দরের ইতিহাসে একটি মাইলফলক। এর আগে দেশে এত বড় ও গভীরতার জাহাজ ভেড়েনি।
চট্টগ্রাম বন্দরের জেটিতে এখন সর্বোচ্চ ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার দীর্ঘ জাহাজ আনার সুযোগ আছে। পায়রা বন্দরেও চলতি মাসের প্রথম সপ্তাহে ভিড়েছে ১০ দশমিক ১০ মিটার গভীরতার জাহাজ। কিন্তু ‘অউসো মারো’র মতো দীর্ঘ ও ড্রাফটের জাহাজ এটাই প্রথম।